320 likes | 503 Vues
স্বাগতম. বিষয়- বাংলা শ্রেনি- ৩য় সময়- ৪০ মিনিট. একটি ভিডিও দেখি. পাঠ- নিরাপদে চলাচল পাঠ্যাংশ- বার্ষিক পরীক্ষা...... সাহায্য করেন। পৃষ্ঠা- (৯৯ – ১০১)।. শিখনফল. ট্রাফিক সংকেতগুলোর নাম বলতে পারবে। ট্রাফিক সংকেতগুলোর অর্থ বলতে পারবে।
E N D
বিষয়- বাংলা শ্রেনি- ৩য় সময়- ৪০ মিনিট
পাঠ- নিরাপদে চলাচল পাঠ্যাংশ- বার্ষিক পরীক্ষা...... সাহায্য করেন। পৃষ্ঠা- (৯৯ – ১০১)।
শিখনফল ট্রাফিক সংকেতগুলোর নাম বলতে পারবে। ট্রাফিক সংকেতগুলোর অর্থ বলতে পারবে। নিরাপদে পথ চলার নিয়ম জেনে বাস্তব জীবনে তা প্রয়োগ করতে পারবে।
জেব্রাক্রসিং জেব্রাক্রসিং দিয়ে পথচারি পার হবে লেভেলক্রসিং রেল গাড়ি যাওয়ার সময় সড়ক পথের গেইট বন্ধ করে দেওয়া হয়
লাল বাতি জ্বলছে। গাড়ি থামবে। পথচারি পারাপার হবে। সবুজ বাতি জ্বলছে। গাড়ি চলবে।
চিকিৎসা সেবা হর্ণ বাজাবেন না সামনে স্কুল
থামুন থাত গাড়ি থামবে দিক নির্দেশক ফ্লাইওভার দিয়ে গাড়ি চললে যানযট কম হয় ফ্লাইওভার
ফুটভারব্রিজ দুর্ঘটনা এড়ানোর জন্য ফুট ওভারব্রিজ ব্যবহার করতে হয়। পার্কিং নিষেধ
নতুন শব্দ ব্রিজ সেতু নিয়মমাফিক যানবাহন চলাচলের জন্য বাতি ট্রাফিক লাইট ফুটওভারব্রিজ রাস্তার ওপরে পায়ে চলাচলের উঁচু সেতু
সাদা আর কালো দাগকাটা রাস্তা পারাপারের জায়গা জেব্রাক্রসিং রেলপথ ও সড়কপথ মেশার জায়গা লেভেলক্রসিং রাস্তার ওপর দিয়ে যানবাহন চলাচলের সেতু ফ্লাইওভার
যুক্তগুলো ভেঙ্গে দেখাও ধব দ ব ঘন্টাদ্ধনি ন ন্ট ট ব্রিজ ব ব্র র-ফলা পার্ক র্ক ক
দলীয় কাজ ডান দিকের শব্দের সংগে বাম দিকের শব্দের মিল কর ডান বাম পথচারি পারাপার ফ্লাইওভার অনেক ভিড় নিরাপদে চলাচল শিশুপার্ক যানবাহন থামা রেলগাড়ি চলা • লাল বাতি • নাগরদোলা • লেভেলক্রসিং • ঢাকা শহর • ট্রাফিক নিয়ম
মূল্যায়ন ফুট ওভারব্রীজ কী? জেব্রা ক্রসিং কেন ব্যবহার করা হয়? লাল বাতি জ্বলছে এই সংকেতটির অর্থ কী? সবুজ বাতি জ্বলছে এই সংকেতটির অর্থ কী?
বাড়ির কাজ নিরাপদে চলাচলের জন্য যে সাংকেতিক চিহ্নগুলো তোমাদের দেখানো হয়েছে সেগুলোর নাম লিখে আনবে।
নামঃ ফরিদা ইয়াছমিন প্রধান শিক্ষক ছদাহা কেওঁচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সাতকানিয়া, চট্টগ্রাম।
থাত থামুন
ধ ব
অ ই ঈ উ ঊ আ ঔ ঋ ও ধ ব এ ঐ
নদী পাহাড় রেল লাইন আদালত বিদ্যুৎ কেন্দ্র সেতু এ সম্পদ গুলো সরকার সরাসরি পরিচালনা করে। এসব সম্পদের মালিক রাষ্ট্র তাই এসব রাষ্ট্রীয় সম্পদ ।
সম্পদ ২ প্রকার। ১। সামাজিক সম্পদ ২। রাষ্ট্রীয় সম্পদ
দলীয় কাজ তিনটি করে সামাজিক সম্পদের নাম লিখ। মূল্যায়ন সম্পদ কাকে বলে? সম্পদ কত প্রকার? সামাজিক সম্পদ কাকে বলে?
বাড়ীর কাজ ছবিতে দাখানো হয়নি এমন ৫টি সামাজিক সম্পদের নাম লিখে আনবে।
নামঃ ফরিদা ইয়াছমিন প্রধান শিক্ষক ছদাহা কেওঁচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সাতকানিয়া, চট্টগ্রাম।
AFSARA ANJUM OHEE FABIHA ANJUM FABI