210 likes | 391 Vues
স্বাগতম. পরিচিতি. শ্রেণীঃনবম বিষয়ঃ জীব বিজ্ঞান পাঠঃ জীবের প্রজনন তাং - -. মোঃআঃ মোতালেব সহকারী শিক্ষক কামারের চর উচ্চ বিদ্যালয়। শেরপুর সদর,শেরপুর । আইডি নং – ১৮. নীচের চিত্রগুলো লক্ষ্য করঃ-. এইডস. শিখনফল. এইডস কী –তা বলতে পারবে? এইডস এর কারণ ব্যাখ্যা করতে পারবে?
E N D
পরিচিতি শ্রেণীঃনবম বিষয়ঃ জীব বিজ্ঞান পাঠঃ জীবের প্রজনন তাং - - মোঃআঃ মোতালেব সহকারী শিক্ষক কামারের চর উচ্চ বিদ্যালয়। শেরপুর সদর,শেরপুর । আইডি নং – ১৮
নীচের চিত্রগুলো লক্ষ্য করঃ-
শিখনফল • এইডস কী –তা বলতে পারবে? • এইডস এর কারণ ব্যাখ্যা করতে পারবে? • এইডস এর লক্ষণ এবং প্রতিরোধের বিষয়গুলো সনাক্ত করতে পারবে?
এইডস-এ আক্রান্ত হওয়ারকারণঃ
কারণ গুলোঃ১)রক্ত দেওয়া বা নেওয়ার আগেHIV পরীক্ষা না করলে।২)যুবক-যুবতিদের অনৈতিক মেলামেশার কারনে।৩)একইসুচ বা সিরিঞ্জ একাধিক ব্যক্তি ব্যবহার করলে।
এইডস এর লক্ষনঃ- ১)শরীরের ওজন দ্রূত কমে যাওয়া। ২) ঘাড় ও বগলে অসহ্য ব্যাথা হয় । ৩)শুকনো কাশি ও এক মাসের বেশী সময় ধরে জ্বর থাকা। ৪)শরীরে তিল ও আচিলের দাগ থাকা। ৫)মুখমন্ডল অস্বাভাবিক ভাবে ফুলে যাওয়া এবং ফুলা না কমা। ৬)সারা দেহে চুলকানি হয়।
প্রতিরোধ ১।রক্ত দেওয়া বা নেওয়ার আগে রক্তে HIV পরীক্ষা করে নেওয়া। ২)ধর্মীয় অনুশাসন মেনে চলা। ৩)একই সুচ বা সিরিঞ্জ একাধিক ব্যাক্তির শরীরে ব্যবহার না করা । ৪)বন্ধুদের কু-প্রস্তাবে না বলতে শিখা। ৫)বাঁচতে হলে জানতে হবে গনসংযোগের মাধ্যমে গনসচেতনতা সৃষ্টি। ৬)এ রোগে আক্রান্ত মায়ের দুধ শিশুকে পান করতে না দেওয়া।
দলীয় কাজ এই রোগের হাত থেকে রক্ষা পেতে হলে তোমাদের করণীয় কি কি?
১)এইডস এর জীবানুর নাম কী? ২)এই রোগের দুটি কারন উল্লেখ কর? ৩)এই রোগের প্রধান লক্ষন গুলো কী কী?
১)এইডস রোগের ৩টি কারন, ৪টি লক্ষন এবং ২টি প্রতিরোধ আলোচনা কর?