290 likes | 661 Vues
আজকের পাঠে সবাইকে স্বাগতম. শিক্ষক পরিচিতি. সাবিনা ইয়াছমিন সহকারী শিক্ষক জামদিয়া মাধ্যমিক বিদ্যালয় বাঘারপাড়া, যশোর।. পাঠ পরিচিতি. বিষয়: বাংলা ১ম শ্রেণি: অষ্টম সাধারন পাঠ: প্রবন্ধ. শিখন ফল. কবি পরিচিতি বলতে পারবে। বর্ষাকাল নকশীকাঁথা সেলাই এর উপযুক্ত সময় কেন- তা বলতে পারবে।
E N D
আজকের পাঠে সবাইকে স্বাগতম
শিক্ষকপরিচিতি সাবিনা ইয়াছমিন সহকারী শিক্ষক জামদিয়া মাধ্যমিক বিদ্যালয় বাঘারপাড়া, যশোর।
পাঠ পরিচিতি বিষয়: বাংলা ১ম শ্রেণি: অষ্টম সাধারন পাঠ: প্রবন্ধ
শিখন ফল • কবি পরিচিতি বলতে পারবে। • বর্ষাকাল নকশীকাঁথা সেলাই এর উপযুক্ত সময় কেন- তা বলতে পারবে। • বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকশিল্প ও লোক ঐতিহ্য সম্পর্কে বলতে পারবে। • বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আমাদের লোকশিল্পের গুরুত্ত্ব কতটা-সেটা বিশ্লেষন করতে পারবে।
আজকের পাঠ আমাদের লোকশিল্প
গ্রন্থ: বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা জন্ম: ১৯২১ কবি পরিচিতি কর্মজীবন: নকশাবিদ মৃত্যু:১৯৮৮
শব্দার্থগুলো জ়েনে নিই অপ্রতুল যথেষ্ট নয় মণিপুরী মণিপুরে উৎপন্ন প্রতীকধর্মী সংকেত
একটি কুমারপাড়ার ভিডিও চিত্র। ভিডিও চিত্র
একক কাজ • মৃৎশিল্প তৈরির উপকরন গুলোর নাম লিখ।
দলীয় কাজ় • লোকশিল্পের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে কিভাবে বিশ্বের কাছে তুলে ধরতে পারি লিখ।
মূল্যায়ণ • বর্ষাকাল নকশিকাঁথা সেলাই এর উপযুক্ত সময় কেন? • আমাদের দেশের এই লোকশিল্পকে বাচিয়ে রাখার বা সংরক্ষনের দায়িত্ব আমাদের সকলের-ব্যাখ্যা কর? • কবির সংক্ষিপ্ত পরিচয় বল?
বাড়ীর কাজ • তোমার দেখা কোনো লোকশিল্প মেলার বিবরন দিয়ে একটি রচনা লেখ।