1 / 20

 সূচীপত্র 

 সূচীপত্র . শুভেচ্ছা. পরিচিতি. পাঠ পরিচিতি. পূর্বপাঠ. পাঠ ঘোষনা. শিখন ফল. সংজ্ঞা. প্রজন্ম. প্রজন্ম ও সময়কাল. প্রথম প্রজন্ম. দ্বিতীয় প্রজন্ম. তৄতীয় প্রজন্ম. চতুর্থ প্রজন্ম. পঞ্চম প্রজন্ম. একক কাজ. দলীয় কাজ. মূল্যায়ন. বাড়ীর কাজ. ধন্যবাদ. সবাইকে শুভেচ্ছা. উপস্থাপনায়.

odette
Télécharger la présentation

 সূচীপত্র 

An Image/Link below is provided (as is) to download presentation Download Policy: Content on the Website is provided to you AS IS for your information and personal use and may not be sold / licensed / shared on other websites without getting consent from its author. Content is provided to you AS IS for your information and personal use only. Download presentation by click this link. While downloading, if for some reason you are not able to download a presentation, the publisher may have deleted the file from their server. During download, if you can't get a presentation, the file might be deleted by the publisher.

E N D

Presentation Transcript


  1. সূচীপত্র  শুভেচ্ছা পরিচিতি পাঠ পরিচিতি পূর্বপাঠ পাঠ ঘোষনা শিখন ফল সংজ্ঞা প্রজন্ম প্রজন্ম ও সময়কাল প্রথমপ্রজন্ম দ্বিতীয়প্রজন্ম তৄতীয়প্রজন্ম চতুর্থপ্রজন্ম পঞ্চমপ্রজন্ম একক কাজ দলীয় কাজ মূল্যায়ন বাড়ীর কাজ ধন্যবাদ

  2. সবাইকে শুভেচ্ছা

  3. উপস্থাপনায় মোঃ আমিনুল ইসলামসহকারী শিক্ষক (কম্পিউটার)দেওয়ান মোহাম্মাদীয়া আলিম মাদ্রাসামোহাম্মাদপুর(বালিয়া), পবা, রাজশাহী ।ফোনঃ ০১৭১২৭৬৬৯৩৩, ০১৮১১৭৮৬৬৩৩ই-মেইলঃ aminul.dmam.33@gmail.com

  4. পাঠ পরিচিতি বিষয়ঃ কম্পিউটার শিক্ষা অধ্যায়ঃ প্রথম শ্রেণীঃ নবম সময়ঃ ৪০ মিনিট তারিখঃ ২৮/11/১৩

  5. পূর্বজ্ঞান যাচাই VEDIO UNIVAC MINI COMPUTER

  6. পাঠ ঘোষনা তাহলে আজকের পাঠের বিষয় হচ্ছে- কম্পিউটার প্রজন্ম

  7. শিখনফল ১। কম্পিউটার প্রজন্ম কয়টি ও কি কি বলতেপারবে। ২। বর্তমানে আমরা কোন প্রজন্মের কম্পিউটার ব্যবহার করি বলতেপারবে । ৩। প্রত্যেক প্রজন্মের সময়কাল বলতে পারবে। ৪। বিভিন্ন প্রজন্মে মেমরি হিসেবে কি উপকরণ ব্যবহৃত হয়েছে বলতে পারবে। ৫।বিভিন্ন প্রজন্মের উদাহরণ লিখতে পারবে। ৬। বিভিন্ন প্রজন্মের বৈশিষ্ট্য লিখতে পারবে। ৭। ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম প্রজন্মের পার্থক্য নির্ণয় করতে পারবে।

  8. কম্পিউটার প্রজন্মেরসংজ্ঞা • কম্পিউটার বিভিন্ন পর্যায় অতিক্রম করে বর্তমানে এসেছে । পরিবর্তন বা বিকাশের একেকটি পর্যায় বা ধাপকে একেকটি প্রজন্ম বলা হয় ।

  9. কম্পিউটার প্রজন্ম

  10. কম্পিউটার প্রজন্ম ও সময়কাল কম্পিউটার প্রজন্ম (Computer Generation)

  11. প্রথম প্রজন্মের কম্পিউটার • (১৯৫১-১৯৫৯) • বৈশিষ্ট্যঃ • ভ্যাকুয়ামটিউববিশিষ্টইলেক্ট্রনিকবর্তনীরবহুলব্যবহার । • চুম্বকীয়ড্রামমেমরিরব্যবহার • বিশালআকৃতির ও সহজেবহনযোগ্যনয়। • উদাহরণঃ UNIVAC, MARK I, IBM 650 ভ্যাকুয়ামটিউববিশিষ্টইলেক্ট্রনিকবর্তনী

  12. দ্বিতীয়প্রজন্মের কম্পিউটার • (১৯৫৯-১৯৬৫) • বৈশিষ্ট্যঃ • ট্রানজিস্টরেরব্যবহার • চুম্বকীয়কোরমেমরিরব্যবহার ও ম্যাগনেটিকডিস্কেরউদ্ভব • আকৃতিরসংকোচন • টেলিফোনলাইনব্যবহারকরেডেটাপ্রেরণেরব্যবস্থা • উদাহরণঃRCA 301, IBM1600, IBM 1620 মেমরী ট্রানজিস্টর

  13. তৃতীয়প্রজন্মের কম্পিউটার • (১৯৬৫-১৯৭১) • বৈশিষ্ট্যঃ • ইন্টিগ্রেটেডসার্কিটেরব্যাপকপ্রচলন। • অর্ধপরিবাহীমেমরীরউদ্ভব ও বিকাশ। • মিনি কম্পিউটার প্রচলন। • উচ্চতরভাষারবহুলপ্রচলন। • উদাহরণঃ IBM360, IBM370, PDP-8 ইন্টিগ্রেটেডসার্কিট

  14. চতুর্থপ্রজন্মের কম্পিউটার • (১৯৭১-বর্তমান) • বৈশিষ্ট্যঃ • বৃহ্দাকারএকীভূতবর্তনী। • মাইক্রোপ্রসেসরএরপ্রসার ও প্রচলন। • বর্ধিতডেটাধারণক্ষমতা। • সরাসরিপ্রয়োগেরজন্যপ্রোগ্রাম প্যাকেজেরব্যাপকপ্রচলন। • উদাহরণঃ IBM3033, HP3000, IBM PC মাইক্রোপ্রসেসর

  15. পঞ্চমপ্রজন্মের কম্পিউটার • (আগামীর কম্পিউটার) • বৈশিষ্ট্যঃ • বহুমাইক্রোপ্রসেসরবিশিষ্টএকীভূতবর্তনী। • কৃত্রিমবুদ্ধিমত্তারব্যবহার(Artificial Intelligence)। • স্বয়ংক্রিয়অনুবাদ, শ্রবণযোগ্যশব্দদিয়েকম্পিউটারেরসাথেসংযোগ। • কম্পিউটারবর্তনীতেঅপটিক্যালফাইবারএরব্যবহার।

  16. একক কাজ • বর্তমানে কোন প্রজন্মের কম্পিউটার ব্যবহার হচ্ছে? মিলিয়ে নাও--- চতুর্থ প্রজন্মের কম্পিউটার • বর্তমানে চতুর্থ প্রজন্মের কম্পিউটার ব্যবহার হচ্ছে।

  17. দলীয় কাজ দুই দলে বিভক্ত হয়ে কোনটি কোন প্রজন্মের কম্পিউটার চিহ্নিত কর পঞ্চম প্রজন্ম প্রথমপ্রজন্ম দ্বিতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম চতুর্থ প্রজন্ম

  18. মূল্যায়ন তাহলে আমরাআজকের পাঠ শেষেকিকিশিখলাম----- • কম্পিউটার প্রজন্ম কয়টি ও কি কি? • বর্তমানে আমরা কোন প্রজন্মের কম্পিউটার ব্যবহার করি? • প্রত্যেক প্রজন্মের সময়কাল কত। • বিভিন্ন প্রজন্মে মেমরি হিসেবে কি উপকরণ ব্যবহৃত হয়েছে? • চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যগুলি কি কি?

  19. বাড়ীর কাজ • দ্বিতীয় ও চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট লিখে আনবে।

  20. সবাইকে ধন্যবাদ

More Related