210 likes | 457 Vues
সবাইকে স্বাগতম. পরিচিতি. আলী হোসাইন সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা) শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় গাজীপুর. E-mail: ali.hossenbd@yahoo.com. পাঠ পরিচিতি. শ্রেণিঃ নবম বিষয়ঃ ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়- তয় সময়ঃ ৫ম পেরিয়ড (৫০মিনিট) তাং- ১০/০ 7 /২০১৩. বায়তুল মোকাররম (জাতীয় মসজিদ).
E N D
পরিচিতি আলীহোসাইন সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা) শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় গাজীপুর E-mail: ali.hossenbd@yahoo.com
পাঠ পরিচিতি শ্রেণিঃ নবম বিষয়ঃ ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়- তয় সময়ঃ ৫ম পেরিয়ড (৫০মিনিট) তাং- ১০/০7/২০১৩
বায়তুল মোকাররম (জাতীয় মসজিদ)
কুরআন তেলাওয়াত নামাজ দান-সদকা ইফতার
পাঠ শেষে শিক্ষার্থীরা … • ইবাদত কি তা জানতে পারবে। • হাক্কুল্লাহও হাক্কুল ইবাদ সম্পর্কে ধারণা লাভ করবে। • হাক্কুল্লাহও হাক্কুল ইবাদ চিহ্নিত করে বাস্তব জীবনে এর • যথাযথ প্রয়োগ করতে পারবে।
ইবাদত এর শাব্দিক অর্থঃ ইবাদত আরবি শব্দ। এর অর্থ হলো চূড়ান্তভাবে দীনতা-হীনতা ও বিনয় প্রকাশ করা এবং নমনীয় হওয়া। পারিভাষিক সংজ্ঞাঃ ইসলামি শরীয়তের পরিভাষায় দৈনন্দিন জীবনের সকল কাজ-কর্মে আল্লাহ তাআলার বিধি-বিধান মেনে চলাকে ইবাদত বলা হয়।
ইবাদতের গুরুত্ব ও তাৎপর্য ইবাদতের গুরুত্ব অত্যাধিক। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ঘোষনা করেন, জ্বিন ও মানব জাতিকে আমি (আল্লাহ) আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি।
ইবাদত প্রথমত দুই প্রকারঃ (ক) হাক্কুল্লাহ বা আল্লহর হক (খ) হাক্কুল ইবাদ বা বান্দার হক
(ক) হাক্কুল্লাহ বা আল্লাহর হকঃ আল্লাহর সাথে সম্পর্কিত অধিকার বা কতর্ব্যকে হাক্কুল্লাহ বা আল্লাহর হক বলে। যেমনঃ- নামায কায়েম করা
(খ) হাক্কুল ইবাদ বা বান্দার হকঃ মানুষ সামাজিক জীব। সমাজে একে অপরের প্রতি যে সহানুভূতি ও দায়িত্ব-কতর্ব্য রয়েছে তাই হাক্কুল ইবাদ বা বান্দার হক। এ সম্পর্কে রাসুল (সাঃ) বলেন, একজন মুসলমানের উপর অপর মুসলমানের ৬টি হক বা কর্তব্য রয়েছে যেমনঃ সালামের জবাব দেওয়া, রোগীকে দেখতে যাওয়া, কোন মুসলিম মারা গেলে জানাযায় অংশগ্রহণ, দাওয়াত কবুল করা, মজলুমকে সাহায্য করা ও হাঁচির জবাব দেওয়া।
জানাযায় উপস্থিত যাকাত প্রদান
দলীয় কাজ আল্লাহর হক ও বান্দার হক সম্পর্কিত প্রতিটির উপর ৫টি করে উদাহরণ লিখ।
মূল্যায়ণঃ- ◊ ইবাদত বলতে কী বুঝ? ◊ ইবাদত কত প্রকার ও কি কি?
বাড়ির কাজঃ • তোমার পাঠ্য বিষয়ের আলোকে হাক্কুল ইবাদ (বান্দার হক) বা অধিকার সম্পর্কে একটি রচনা লিখ।
সহযোগিতা করার জন্য সকলকেধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাশ এখানেই শেষ করছি। ফি-আমানিল্লাহ