1 / 53

School service class 3

Yuvaplus is one of the best institutions in Kolkata. Its main object is to inspire and guide individuals to become extraordinary civil servants. Yuvaplus invites students of different backgrounds and acts as a catalyst to achieve their dreams, a pilot to the bright future they have always wanted.

Yuvaplus
Télécharger la présentation

School service class 3

An Image/Link below is provided (as is) to download presentation Download Policy: Content on the Website is provided to you AS IS for your information and personal use and may not be sold / licensed / shared on other websites without getting consent from its author. Content is provided to you AS IS for your information and personal use only. Download presentation by click this link. While downloading, if for some reason you are not able to download a presentation, the publisher may have deleted the file from their server. During download, if you can't get a presentation, the file might be deleted by the publisher.

E N D

Presentation Transcript


  1. Welcome to West Bengal’s 1st Learning Mate For More Live Class & PDF  https://www.yuvaplus.in yuvaplus Subscribe Our You tube Channel:

  2. For More Live Class & PDF https://www.yuvaplus.in

  3. ভারতের সংবিধানের প্রস্তাবনা প্রস্তাবনার অর্থ কি ? এটি ভারতীয় সংবিধানের একটি প্রবর্তন। এটা ভারতের সংবিধানের 'কী নোট'। এটি লিখিত সংবিধানের একটি অপরিহার্য বৈশিষ্ট্য। মৌলিক কৌশল এবং উদ্দেশ্য প্রস্তাব অধীনে বলা হয়েছে। এটি 'স্বাধীনতার ঘোষণাপত্র' নামে পরিচিত। ভারতীয় সংবিধানের দর্শন ও আদর্শ ভারতের সংবিধানের প্রস্তাবনায় প্রতিফলিত হয়। For More Live Class & PDF https://www.yuvaplus.in

  4. ভারতের সংবিধানের প্রস্তাবনা • বর্তমানে ভারতের সংবিধানে তিনটিনতুন শব্দসহ একটি প্রস্তাবনা, ২৫টি অংশ সহ ৪৭৫+ ধারা, ১২টি তফসিল, ৫টিপরিশিষ্টএবং ১০৪টি সাংবিধানিক সংশোধনী আইন নিয়ে গঠিত। প্রচ্ছদ পৃষ্ঠাপ্রস্তাবনাবিষয়বস্তু বর্ধিতঅংশপরিশিষ্ট Appendix

  5. ভারতের সংবিধানের প্রস্তাবনা টি. ভরগব : প্রস্তাব ভারতের সংবিধানের আত্মা। বি আর আম্বেদকর : প্রস্তাব ভারতের সংবিধানের দার্শনিক মাত্রা। ই. বার্কার : প্রস্তাব ভারতীয় সংবিধানের চাবিকাঠি। এম ভি পাইলি : সংবিধানের প্রস্তাব নতুন আইনজীবীদের স্বর্গ। কে এম মুন্সী : আমাদের সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্রের রাশিফল। জে অস্টিন : প্রেম্বলকে সংবিধানের একটি সামাজিক দলিল হিসেবে অভিহিত করা হয়।

  6. ভারতের সংবিধানের প্রস্তাবনা লিখিত সংবিধানের ধারণা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। যথারীতি এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের ধারণাও ইউএসএ থেকে নেওয়া হয়েছে। ভারতের সংবিধানের ভাষার ধারণা ফ্রান্স ও অস্ট্রেলিয়া থেকে ধার করা হয়েছে।

  7. ভারতের সংবিধানের প্রস্তাবনা প্রস্তাবনার প্রকৃতি – অযৌক্তিক (আদালত কর্তৃক বলবৎ নয়) প্রস্তাবনার ভিত্তি – উদ্দেশ্য সঙ্কল্প, যা ছিল নেহরুর ভাষণ, 13.12.1946 সালে সংবিধান পরিষদে তিনি উথাপন করেন। প্রস্তাবনা গ্রহণ – 22.01.1947 সংবিধান পরিষদ কর্তৃক।

  8. ভারতের সংবিধানের প্রস্তাবনা আমরা, ভারতের জনগণ, দৃঢ়ভাবে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত করার এবং তার সকল নাগরিকদের জন্য সুরক্ষিত করার সংকল্প করেছি। ন্যায়বিচার, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক; চিন্তা, অভিব্যক্তি, বিশ্বাস, বিশ্বাস ও উপাসনার স্বাধীনতা; মর্যাদা ও সুযোগের সমতা; এবং তাদের সবার মধ্যে উন্নীত করা। ভ্রাতৃত্ব ব্যক্তির মর্যাদা এবং জাতির ঐক্য ও অখণ্ডতা নিশ্চিত করা; ১৯৪৯ সালের নভেম্বরমাসের ২৬তম দিনে আমাদের সংবিধান পরিষদে এইসংবিধান গ্রহণ, প্রণয়ন ও প্রদান করা হয়।

  9. ভারতের সংবিধানের প্রস্তাবনা আমরা ভারতের জনগণ : ধারণা - ইউএসএ অর্থ - এর মানে হচ্ছে ভারতের জনগণ সার্বভৌম শক্তির প্রকৃত উৎস। সার্বভৌম : ধারণা - ইউকে অর্থ - সর্বোচ্চ ও পরম শক্তি। এর অর্থ দুই প্রকার। ক) অভ্যন্তরীণ সার্বভৌম - এর মানে হচ্ছে দেশের আইন তার ভূখণ্ডের মধ্যে পরম এবং সর্বোচ্চ এবং সকল জনগণকে আইন মেনে চলতে হবে। খ) বাহ্যিক সার্বভৌম - দেশ সম্পূর্ণ স্বাধীন যা অন্য কোন দেশ বা জাতি দ্বারা নিয়ন্ত্রিত হয় না।

  10. ভারতের সংবিধানের প্রস্তাবনা সমাজতান্ত্রিক : ধারণা - ইউএসএসআর (সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের ইউনিয়ন) মূলত গান্ধীজী এবং কার্ল মার্কসেরধারণার মিশ্রণ। অর্থ - ভারত 'গণতান্ত্রিক সমাজতন্ত্র’ - এর ব্র্যান্ড গ্রহণ করেছে। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে গণতান্ত্রিক উপায়ে ধনী ও দরিদ্রদের মধ্যে বৈষম্য কমানো। এছাড়াও এটা উল্লেখ করে যে ভারতের মিশ্র অর্থনৈতিক সংস্কৃতি আছে।

  11. ভারতের সংবিধানের প্রস্তাবনা ধর্মনিরপেক্ষ: ধারণা - ভারতের নিজস্ব অর্থ - ভারত একটি ইতিবাচক অর্থে ধর্মনিরপেক্ষতা গ্রহণ করেছে যার মানে সরকার তার নিজস্ব অঞ্চলের মধ্যে সকল ধর্মকে সম্মান করে এবং রক্ষা করে। গণতান্ত্রিক: ধারণা - ইউএসএ অর্থ - এর মানে হচ্ছে সরকারী কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ। ভারতে আমরা নির্বাচনের মাধ্যমে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র অনুসরণ করি।

  12. ভারতের সংবিধানের প্রস্তাবনা প্রজাতন্ত্র : ধারণা - ফ্রান্স অর্থ - এর মানে রাজতন্ত্রের অনুপস্থিতি। এছাড়াও এটি উল্লেখ করে যে দেশের প্রধান (ভারতের রাষ্ট্রপতি) ভারতের জনগণের দ্বারা নির্বাচিত হওয়া উচিত। ন্যায়বিচার: ধারণা - ইউএসএসআর অর্থ - ভারতের সংবিধানের প্রস্তাবনায় ৩ ধরনের ন্যায়বিচার প্রদান করা হয়েছে।

  13. ভারতের সংবিধানের প্রস্তাবনা সামাজিক ন্যায়বিচার - এর মানে সমাজে বৈষম্যের অনুপস্থিতি। অর্থনৈতিক ন্যায়বিচার - এর মানে হচ্ছে অর্থনৈতিক ভিত্তিতে জনগণের মধ্যে বৈষম্যহীন। রাজনৈতিক ন্যায়বিচার - এর মানে হচ্ছে ভারত কোন যোগ্যতা ছাড়াই সার্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার নিশ্চিত করেছে।

  14. ভারতের সংবিধানের প্রস্তাবনা স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ব: ধারণা - ফ্রান্স অর্থ - মৌলিক কৌশল, নীতি এবং উদ্দেশ্য এই শব্দগুলির অধীনে বর্ণিত হয়েছে। এ কে গোপালন মামলা (১৯৫০) : ভারতের জনগণ সার্বভৌম শক্তির প্রকৃত উৎস। বেরুবাড়ি মামলা (১৯৬০) - ভারতীয় সংবিধানের প্রস্তাব ভারতীয় Costitution এর অবিচ্ছেদ্য অংশ নয়। কেশবানন্দ ভারতী মামলা (১৯৭৩) – ক) প্রেম্বল ভারতের কনস্টিটিউশনের একটি গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য অংশ। খ) প্রস্তাব ভারতের সংবিধানের 'মৌলিক কাঠামো’। গ) ভারতের সংবিধানের দ্ব্যর্থহীন ক্ষেত্রগুলি ব্যাখ্যা করতে প্রস্তাব ব্যবহার করা যেতে পারে। ঘ) প্রস্তাব ভারতের সংসদ দ্বারা সংশোধন করা যেতে পারে।

  15. ভারতের সংবিধানের প্রস্তাবনা ভারতের সংবিধানের ৪২টি সংশোধনী আইন, ১৯৭৬ এবং ৩টি শব্দ (সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও অখণ্ডতা) দ্বারা সংশোধন করা হয়েছে। LICI মামলা (1995) - প্রেম্বল সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ। বি.পাটিল কেস (২০০৫) - প্রস্তাবে 'ধর্মনিরপেক্ষ' শব্দটি উল্লেখ করে যে ভারতের কোন 'রাষ্ট্রীয় ধর্ম' নেই।

  16. ভারতের সংবিধানের প্রস্তাবনা 1. When the Preamble of the Constitution was adopted? • 26.11.1949 • 22.07.1947 • 24.01.1950 • 22.01.1947 • সংবিধানের প্রস্তাব কবে গৃহীত হয়? • 26.11.1949 • 22.07.1947 • 24.01.1950 • 22.01.1947

  17. ভারতের সংবিধানের প্রস্তাবনা 1. When the Preamble of the Constitution was adopted? • 26.11.1949 • 22.07.1947 • 24.01.1950 • 22.01.1947 • সংবিধানের প্রস্তাব কবে গৃহীত হয়? • 26.11.1949 • 22.07.1947 • 24.01.1950 • 22.01.1947

  18. ভারতের সংবিধানের প্রস্তাবনা 2. The Government of India act, 1935 was came into forced on – 24.07.1935 01.04.1937 26.01.1937 24.07.1937 2. ভারত সরকার আইন, 1935 বলবৎকরা হয় – 24.07.1935 01.04.1937 26.01.1937 24.07.1937

  19. ভারতের সংবিধানের প্রস্তাবনা 2. The Government of India act, 1935 was came into forced on – 24.07.1935 01.04.1937 26.01.1937 24.07.1937 2. ভারত সরকার আইন, 1935 বলবৎকরা হয় – 24.07.1935 01.04.1937 26.01.1937 24.07.1937

  20. ভারতের সংবিধানের প্রস্তাবনা Government of India act, 1935 : Enactment : 24.07.1935 Enforcement : 01.04.1937 Repealed : 26.01.1950

  21. ভারতের সংবিধানের প্রস্তাবনা 3. Among the following which is/are correct regarding the Supreme Court ? • It was established on 22.01.1774 • It was established in Calcutta • It had civil & criminal jurisdiction over the British subjects • All of these 3. সুপ্রিম কোর্ট সম্পর্কে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটিসঠিক ? • এটি 22.01.1774 তারিখে প্রতিষ্ঠিত হয় • এটি কলকাতায় প্রতিষ্ঠিত হয় • এটা ব্রিটিশ বিষয় - এর উপর দেওয়ানি এবং ফৌজদারি এখতিয়ার ছিল • সবঠিক

  22. ভারতের সংবিধানের প্রস্তাবনা 3. Among the following which is/are correct regarding the Supreme Court ? • It was established on 22.01.1774 • It was established in Calcutta • It had civil & criminal jurisdiction over the British subjects • All of these 3. সুপ্রিম কোর্ট সম্পর্কে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটিসঠিক ? • এটি 22.01.1774 তারিখে প্রতিষ্ঠিত হয় • এটি কলকাতায় প্রতিষ্ঠিত হয় • এটা ব্রিটিশ বিষয় - এর উপর দেওয়ানি এবং ফৌজদারি এখতিয়ার ছিল • সবঠিক

  23. ভারতের সংবিধানের প্রস্তাবনা 4. The All India Federation was introduced by which Act ? • Government of India Act, 1935 • Government of India Act, 1919 • Government of India Act, 1958 • Indian Council Act, 1909 4. অল ইন্ডিয়া ফেডারেশন কোন আইন দ্বারা চালু করা হয়? • ভারত সরকার আইন, ১৯৩৫ • ভারত সরকার আইন, ১৯১৯ • ভারত সরকার আইন, ১৯৫৮ • ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ১৯০৯

  24. ভারতের সংবিধানের প্রস্তাবনা 4. The All India Federation was introduced by which Act ? • Government of India Act, 1935 • Government of India Act, 1919 • Government of India Act, 1958 • Indian Council Act, 1909 4. অল ইন্ডিয়া ফেডারেশন কোন আইন দ্বারা চালু করা হয়? • ভারত সরকার আইন, ১৯৩৫ • ভারত সরকার আইন, ১৯১৯ • ভারত সরকার আইন, ১৯৫৮ • ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ১৯০৯

  25. ভারতের সংবিধানের প্রস্তাবনা 5. The ‘Doctrine of separation of Judiciary’ was first time introduce in India through – • Constitution of India • Act of the British during Crown rule • Act of the British during Company rule • Act of the Parliament of India ৫. 'বিচার বিভাগের পৃথকীকরণ মতবাদ' ভারতে প্রথমবারের মত চালু হয় – A.ভারতের সংবিধান B. ক্রাউন শাসনামলে C. ব্রিটিশদের কাজ কোম্পানি শাসনের সময় D. ব্রিটিশ আইন ভারতীয় সংসদের আইন

  26. ভারতের সংবিধানের প্রস্তাবনা 5. The ‘Doctrine of separation of Judiciary’ was first time introduce in India through – • Constitution of India • Act of the British during Crown rule • Act of the British during Company rule • Act of the Parliament of India ৫. 'বিচার বিভাগের পৃথকীকরণ মতবাদ' ভারতে প্রথমবারের মত চালু হয় - A.ভারতের সংবিধান B. ক্রাউন শাসনামলে C. ব্রিটিশদের কাজ কোম্পানি শাসনের সময় D. ব্রিটিশ আইন ভারতীয় সংসদের আইন

  27. ভারতের সংবিধানের প্রস্তাবনা 6. The members could discuss the budget & ask supplementary questions through which Act ? • Government of India Act, 1935 • Government of India Act, 1919 • Government of India Act, 1958 • Indian Council Act, 1909 ৬. সদস্যরা বাজেট নিয়ে আলোচনা করতে পারেন এবং কোন আইনের মাধ্যমে সম্পূরক প্রশ্ন করতে পারেন? • ভারত সরকার আইন, ১৯৩৫ • ভারত সরকার আইন, ১৯১৯ • ভারত সরকার আইন, ১৯৫৮ • ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ১৯০৯

  28. ভারতের সংবিধানের প্রস্তাবনা 6. The members could discuss the budget & ask supplementary questions through which Act ? • Government of India Act, 1935 • Government of India Act, 1919 • Government of India Act, 1958 • Indian Council Act, 1909 ৬. সদস্যরা বাজেট নিয়ে আলোচনা করতে পারেন এবং কোন আইনের মাধ্যমে সম্পূরক প্রশ্ন করতে পারেন? • ভারত সরকার আইন, ১৯৩৫ • ভারত সরকার আইন, ১৯১৯ • ভারত সরকার আইন, ১৯৫৮ • ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ১৯০৯

  29. ভারতের সংবিধানের প্রস্তাবনা 7. How many lists are there in GOI Act, 1935 ? 1 3 2 None 7. জিওআই আইন, 1935-এ কয়টি তালিকা আছে? 1 3 2 কোনটিই নয়

  30. ভারতের সংবিধানের প্রস্তাবনা 7. How many lists are there in GOI Act, 1935 ? 1 3 2 None 7. জিওআই আইন, 1935-এ কয়টি তালিকা আছে? 1 3 2 কোনটিই নয়

  31. ভারতের সংবিধানের প্রস্তাবনা Federal List : 59 Provincial List : 54 Concurrent List : 36

  32. ভারতের সংবিধানের প্রস্তাবনা 8. The Diarchy system first time introduce in the provinces by – Indian Council Act, 1909 Government of India Act, 1858 Government of India Act, 1919 Government of India Act, 1935 8. ডায়রকি সিস্টেম প্রথমবারের মত প্রদেশে চালু করে – ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ১৯০৯ ভারত সরকার আইন, ১৮৫৮ ভারত সরকার আইন, ১৯১৯ ভারত সরকার আইন,

  33. ভারতের সংবিধানের প্রস্তাবনা • 8. The Diarchy system first time introduce in the provinces by – • Indian Council Act, 1909 • Government of India Act, 1858 • Government of India Act, 1919 • Government of India Act, 1935 • 8. ডায়রকি সিস্টেম প্রথমবারের মত প্রদেশে চালু করে – • ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ১৯০৯ • ভারত সরকার আইন, ১৮৫৮ • ভারত সরকার আইন, ১৯১৯ • ভারত সরকার আইন, 1935

  34. ভারতের সংবিধানের প্রস্তাবনা 9. Find out the wrong pair regarding the provisions of various acts during British period: ‘Court of Directors’ : Commercial affairs ‘Board of Control’ : Political affairs ‘High Commissioner’ for India : Ordinance Power Viceroy of India : Residuary Power 9. ব্রিটিশ আমলে বিভিন্ন কাজের বিধান সম্পর্কে ভুল জুটি খুঁজে বের করুন: 'কোর্ট অফ ডিরেক্টরস' : বাণিজ্যিক বিষয়ক 'নিয়ন্ত্রণ বোর্ড' : রাজনৈতিক বিষয়ক ভারতের জন্য 'হাই কমিশনার' : অর্ডিন্যান্স পাওয়ার ভারতের ভাইসরয় : অবশিষ্ট শক্তি

  35. ভারতের সংবিধানের প্রস্তাবনা 9. Find out the wrong pair regarding the provisions of various acts during British period: ‘Court of Directors’ : Commercial affairs ‘Board of Control’ : Political affairs ‘High Commissioner’ for India : Ordinance Power Viceroy of India : Residuary Power 9. ব্রিটিশ আমলে বিভিন্ন কাজের বিধান সম্পর্কে ভুল জুটি খুঁজে বের করুন: 'কোর্ট অফ ডিরেক্টরস' : বাণিজ্যিক বিষয়ক 'নিয়ন্ত্রণ বোর্ড' : রাজনৈতিক বিষয়ক ভারতের জন্য 'হাই কমিশনার' : অর্ডিন্যান্স পাওয়ার ভারতের ভাইসরয় : অবশিষ্ট শক্তি

  36. ভারতের সংবিধানের প্রস্তাবনা 10. The mini – Parliament of India refers to : Governor-General’s Legislative Council Secretary of State-in-Council Simon Commission Viceroy’s Executive Council 10. মিনি – ভারতের সংসদ বলতে বোঝায় : গভর্নর-জেনারেলের লেজিসলেটিভ কাউন্সিল সেক্রেটারি অফ স্টেট-ইন-কাউন্সিল সাইমন কমিশন ভাইসরয়ের নির্বাহী পরিষদ

  37. ভারতের সংবিধানের প্রস্তাবনা 10. The mini – Parliament of India refers to : Governor-General’s Legislative Council Secretary of State-in-Council Simon Commission Viceroy’s Executive Council 10. মিনি – ভারতের সংসদ বলতে বোঝায় : গভর্নর-জেনারেলের লেজিসলেটিভ কাউন্সিল সেক্রেটারি অফ স্টেট-ইন-কাউন্সিল সাইমন কমিশন ভাইসরয়ের নির্বাহী পরিষদ

  38. ভারতের সংবিধানের প্রস্তাবনা 11. The Bicameral Legislature in India in 1937 known as - • Lok Sabha & Rajya Sabha • Legislative Assembly & Legislative Council • Federal Assembly & Federal Council • Federal Assembly & Council of States 11. 1937 সালে ভারতের দ্বিপাক্ষিক আইনসভা নামে পরিচিত – A. লোকসভা ও রাজ্যসভা B. লেজিসলেটিভ অ্যাসেম্বলি ও লেজিসলেটিভ কাউন্সিল C. ফেডারেল অ্যাসেম্বলি এবং ফেডারেল কাউন্সিল D. ফেডারেল অ্যাসেম্বলি ও কাউন্সিল অফ স্টেটস

  39. ভারতের সংবিধানের প্রস্তাবনা 11. The Bicameral Legislature in India in 1937 known as - • Lok Sabha & Rajya Sabha • Legislative Assembly & Legislative Council • Federal Assembly & Federal Council • Federal Assembly & Council of States 11. 1937 সালে ভারতের দ্বিপাক্ষিক আইনসভা নামে পরিচিত – A. লোকসভা ও রাজ্যসভা B. লেজিসলেটিভ অ্যাসেম্বলি ও লেজিসলেটিভ কাউন্সিল C. ফেডারেল অ্যাসেম্বলি এবং ফেডারেল কাউন্সিল D. ফেডারেল অ্যাসেম্বলি ও কাউন্সিল অফ স্টেটস

  40. ভারতের সংবিধানের প্রস্তাবনা

  41. ভারতের সংবিধানের প্রস্তাবনা 12. According to the Preamble who is the source of sovereign power in India? Constitution People President Parliament 12. প্রস্তাবনা অনুসারে ভারতে সার্বভৌম শক্তির উৎস কে? সংবিধান মানুষ রাষ্ট্রপতি পার্লামেন্ট

  42. ভারতের সংবিধানের প্রস্তাবনা 12. According to the Preamble who is the source of sovereign power in India? Constitution People President Parliament 12. প্রস্তাবনা অনুসারে ভারতে সার্বভৌম শক্তির উৎস কে? সংবিধান মানুষ রাষ্ট্রপতি পার্লামেন্ট

  43. ভারতের সংবিধানের প্রস্তাবনা 13. What is the meaning of Democracy – Right to vote Participation of people in governmental activities Direct Participation in the governmental affairs Participation of people in governmental affairs through representatives 13. গণতন্ত্রের অর্থ কি – ভোটাধিকার সরকারী কার্যক্রমে জনগণের অংশগ্রহণ সরকারী বিষয়ে সরাসরি অংশগ্রহণ প্রতিনিধিদের মাধ্যমে সরকারী বিষয়ে জনগণের অংশগ্রহণ

  44. ভারতের সংবিধানের প্রস্তাবনা 13. What is the meaning of Democracy – Right to vote Participation of people in governmental activities Direct Participation in the governmental affairs Participation of people in governmental affairs through representatives 13. গণতন্ত্রের অর্থ কি – ভোটাধিকার সরকারী কার্যক্রমে জনগণের অংশগ্রহণ সরকারী বিষয়ে সরাসরি অংশগ্রহণ প্রতিনিধিদের মাধ্যমে সরকারী বিষয়ে জনগণের অংশগ্রহণ

  45. ভারতের সংবিধানের প্রস্তাবনা 14. The Democracy provides: Social Rights Political Rights Economical Rights All of these 14. গণতন্ত্র প্রদান করে : A. সামাজিক অধিকার B. রাজনৈতিক অধিকার C. অর্থনৈতিক অধিকার D. এই সব

  46. ভারতের সংবিধানের প্রস্তাবনা 14. The Democracy provides: Social Rights Political Rights Economical Rights All of these 14. গণতন্ত্র প্রদান করে : A. সামাজিক অধিকার B. রাজনৈতিক অধিকার C. অর্থনৈতিক অধিকার D. এই সব

  47. ভারতের সংবিধানের প্রস্তাবনা 15. Parliament can bifurcates an existing State under which Article? Article 3 Article 2 Article 1 None 15. সংসদ কোন অনুচ্ছেদের অধীনে বিদ্যমান একটি রাষ্ট্রকে বিভক্ত করতে পারে? আর্টিকেল ৩ আর্টিকেল ২ আর্টিকেল ১ কোনটিই নয়

  48. ভারতের সংবিধানের প্রস্তাবনা 15. Parliament can bifurcates an existing State under which Article? Article 3 Article 2 Article 1 None 15. সংসদ কোন অনুচ্ছেদের অধীনে বিদ্যমান একটি রাষ্ট্রকে বিভক্ত করতে পারে? আর্টিকেল ৩ আর্টিকেল ২ আর্টিকেল ১ কোনটিই নয়

  49. ভারতের শাসন বিভাগ Home Work : Sources of Indian Constitution : Foundation Course : Basic Details (All points) For More Live Class & PDF https://www.yuvaplus.in

More Related