1 / 20

স্বাগতম

স্বাগতম. পরিচিতি. মোঃ ইব্রাহিম খলিল উল্লাহ প্রভাষক সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ময়মনসিংহ. শ্রেণিঃ - একাদশ পদার্থবিজ্ঞান ঃ- দ্বিতীয়পত্র. বৈদ্যুতিক তার (Electric Cable). আলোচ্য বিষয়ঃ চল তড়িৎ এবং ওহম - এর সূত্র Topic: Current Electricity and Ohm’s Law. শিখনফল.

Télécharger la présentation

স্বাগতম

An Image/Link below is provided (as is) to download presentation Download Policy: Content on the Website is provided to you AS IS for your information and personal use and may not be sold / licensed / shared on other websites without getting consent from its author. Content is provided to you AS IS for your information and personal use only. Download presentation by click this link. While downloading, if for some reason you are not able to download a presentation, the publisher may have deleted the file from their server. During download, if you can't get a presentation, the file might be deleted by the publisher.

E N D

Presentation Transcript


  1. স্বাগতম

  2. পরিচিতি • মোঃইব্রাহিম খলিল উল্লাহ • প্রভাষক • সরকারিটিচার্স ট্রেনিং কলেজ, • ময়মনসিংহ

  3. শ্রেণিঃ- একাদশ পদার্থবিজ্ঞানঃ- দ্বিতীয়পত্র

  4. বৈদ্যুতিক তার (Electric Cable)

  5. আলোচ্য বিষয়ঃ চল তড়িৎ এবং ওহম-এর সূত্র Topic: Current Electricity and Ohm’s Law

  6. শিখনফল ১।তড়িৎপ্রবাহ কীতা বলতে পারবে। ২। ওহমের সূত্র বিবৃতকরতে পারবে। ৩। ওহমের সূত্র ব্যাখ্যাকরতে পারবে। ৪। রোধ কীতাবর্ণনাকরতে পারবে।

  7. তামার বৈদুত্যিক তার e ইলেকট্রন তড়িৎপ্রবাহ (I) e e e e e e e e e e e e e e e e ব্যাটারি/শুষ্ক কোষ/Dry Cell তারের সংযোগ

  8. তড়িৎ প্রবাহঃ • একক সময়ে যে পরিমাণ আধান কোন পরিবাহীরএকক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাকে তড়িৎ প্রবাহ বলে। • তড়িৎ প্রবাহ = আধান(q)/সময়(t) • প্রতীকঃ I • এককঃ অ্যাম্পিয়ার(Ampere) • এককের প্রকাশঃ A (ইংরেজী বড় হাতের ‘এ’) • গুরুত্বপূর্ণ তথ্যঃ • মূলত ইলেকট্রনের প্রবাহ হল তড়িৎ প্রবাহ। • তড়িৎ প্রবাহের দিক ইলেকট্রনের প্রবাহের বিপরীতে হয়।

  9. বাল্ব অ্যাম্পিয়ার ভোল্ট A অ্যামিটার V A V ব্যাটারি/কোষ ভোল্টমিটার

  10. ওহমের সূত্রঃ ‘তাপমাত্রা স্থির থাকলে কোন নির্দিষ্ট পরিবাহকের মধ্যদিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক’ গাণিতিক ব্যাখ্যাঃ তড়িৎ প্রবাহ I এবং বিভব পার্থক্য V হলে, I α V বা, I=GV এখানে G একটি সমানুপাতিক ধ্রুবক এবং একে তড়িৎ পরিবাহিতা বলে। জর্জ সাইমন ওহম (১৭৮৬-১৮৫৪)

  11. তড়িৎ পরিবাহিতা (Conductance): রোধএর বিপরীত রাশি হলো তড়িৎ পরিবাহিতা, অর্থাৎ তড়িৎ পরিবাহিতা, G= 1/R ‘পরিবাহকের যে ধর্মের জন্য এর মধ্যদিয়ে তড়িৎ প্রবাহিত হয় তাকে তড়িৎ পরিবাহিতা বলে।’ এককঃ সিমেন্স (Siemens)বা মহো (Mho) এককের প্রকাশঃS(ইংরেজী বর্ণমালার বড় হাতের ‘এস’)

  12. রোধ (Resistance): তড়িৎ পরিবাহিতার বিপরীত রাশি হলো রোধ, অর্থাৎ রোধ= 1/G ‘পরিবাহকের যে ধর্মের জন্য এর মধ্যদিয়ে তড়িৎ প্রবাহ বিঘ্নিত হয় তাকে রোধ বলে।’ এককঃ ওহম (Ohm) এককের প্রকাশঃ™ (গ্রিক বর্ণমালার বড় হাতের ওমেগা) সুতরাং ওহমের সূত্রে চূড়ান্ত রূপ হল, V=IR [যেহেতু, R=1/G]

  13. তড়িৎ প্রবাহ (I) R তড়িৎ প্রবাহ (I) V=IR তড়িৎ প্রবাহ (I) V

  14. রোধের প্রতীকঃ রোধের চিত্রঃ

  15. একটি প্রাসঙ্গিক কার্টুন চিত্র

  16. দলগত কাজঃ ওহমের সূত্রের সাপেক্ষে তড়িৎ পরিবাহিতা (G)এবং রোধ(R)এর মধ্যে তুলনা কর।

  17. মূল্যায়নঃ • তড়িৎ প্রবাহ কী? • তড়িৎ প্রবাহের একক কী? • ওহমের সূত্র বিবৃত কর। • তড়িৎ পরিবাহিতা কাকে বলে? • রোধ কাকে বলে?

  18. বাড়ির কাজঃ যদি কোন পরিবাহী তারের রোধ 5Ωহয়, তবে এর ভেতর দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পেতে হলে পরিবাহীর দুই প্রান্তে কত voltতড়িৎ বিভব প্রয়োগ করতে হবে?

  19. ধন্যবাদ Thank You For your Time and Attention

More Related